সেই স্ত্রী বললো, তবে আল্লাহ্র লোকের বিপক্ষে আপনি কেন সেরকম সঙ্কল্প করছেন? ফলে এই কথা বলাতে বাদশাহ্ এক রকম দোষী হয়ে পড়লেন, যেহেতু বাদশাহ্ তাঁর নির্বাসিত সন্তানটি ফিরিয়ে আনছেন না।