পরে অম্নোন অসুস্থতার ভান করে পড়ে রইলো; তাতে বাদশাহ্ তাকে দেখতে আসলে অম্নোন বাদশাহ্কে বললো, আরজ করি, আমার বোন তামর এসে আমার সাক্ষাতে কয়েকটি পিঠা প্রস্তুত করে দিক; আমি তার হাতে ভোজন করবো।