২ শামুয়েল 10:5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

পরে তারা দাউদকে এই কথা বলে পাঠালে, তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে লোক পাঠালেন; কেননা তারা ভীষণ লজ্জা পেয়েছিল। বাদশাহ্‌ বলে পাঠালেন, যতদিন তোমাদের দাড়ি না বাড়ে, ততদিন তোমরা জেরিকোতে থাক, তারপর ফিরে এসো।

২ শামুয়েল 10

২ শামুয়েল 10:1-6