২ বাদশাহ্‌নামা 9:6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তখন যেহূ উঠে বাড়ির মধ্যে গেলেন। তাতে সে তাঁর মাথায় তেল ঢেলে তাঁকে বললেন, ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, আমি মাবুদের লোকবৃন্দের উপরে, ইসরাইলের উপরে, তোমাকে বাদশাহ্‌র পদে অভিষেক করলাম।

২ বাদশাহ্‌নামা 9

২ বাদশাহ্‌নামা 9:1-13