২ বাদশাহ্‌নামা 9:26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

সত্যিই গতকাল আমি নাবোতের রক্ত ও তার পুত্রদের রক্ত দেখেছি, মাবুদ এই কথা বলেন, আর মাবুদ বলেন, এই ভূমিতে আমি তোমাকে প্রতিফল দেব। অতএব এখন তুমি ওকে তুলে নিয়ে মাবুদের কালাম অনুসারে ঐ ভূমিতে ফেলে দাও।

২ বাদশাহ্‌নামা 9

২ বাদশাহ্‌নামা 9:21-30