ইসরাইলের বাদশাহ্ আহাবের পুত্র যোরামের পঞ্চম বছরে, যখন যিহোশাফট এহুদার বাদশাহ্ ছিলেন, তখন এহুদার বাদশাহ্ যিহোশাফটের পুত্র যিহোরাম রাজত্ব করতে আরম্ভ করেন।