কেননা প্রভু অরামীয়দের সৈন্যদলকে রথের আওয়াজ ও ঘোড়ার আওয়াজ, বড় সৈন্যদলের আওয়াজ শুনিয়ে ছিলেন; তাতে তারা একে অন্যকে বলেছিল, দেখ ইসরাইলের বাদশাহ্ আমাদের বিরুদ্ধে হিট্টিয়দের বাদশাহ্দের ও মিসরীয়দের বাদশাহ্দেরকে টাকা দিয়েছে, যেন তারা আমাদের আক্রমণ করে।