২ বাদশাহ্‌নামা 6:17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তখন আল-ইয়াসা মুনাজাত করে বললেন, হে মাবুদ, আরজ করি, এর চোখ খুলে দাও, যেন সে দেখতে পায়। তখন মাবুদ সেই যুবকটির চোখ খুলে দিলেন এবং সে দেখতে পেল, আর দেখ, আল-ইয়াসার চারদিকে আগুনের ঘোড়া ও রথে পর্বত পরিপূর্ণ।

২ বাদশাহ্‌নামা 6

২ বাদশাহ্‌নামা 6:10-18