পরে ইসরাইলের বাদশাহ্ তাঁর কাপড় ছিঁড়েছেন, এই কথা শুনে আল্লাহ্র লোক আল-ইয়াসা বাদশাহ্র কাছে এই কথা বলে পাঠালেন, আপনি কেন কাপড় ছিঁড়লেন? সেই ব্যক্তি আমার কাছে আসুক; তাতে জানতে পারবে যে, ইসরাইলের মধ্যে এক জন নবী আছে।