পরে তাঁরা খুব ভোরে উঠলো, তখন সূর্য পানির উপরে চিক্মিক্ করছিল, তাতে মোয়াবীয়দের কাছে সেই পানি রক্তের মত লাল মনে হল।