পরে এহুদার বাদশাহ্ যিহোয়াখীন, তাঁর মা, গোলামেরা, কর্মচারীরা ও কর্মকর্তারা ব্যাবিলনের বাদশাহ্র কাছে বাইরে গেলেন; আর ব্যাবিলনের বাদশাহ্ তাঁর রাজত্বের অষ্টম বছরে তাঁকে বন্দী করলেন।