২ বাদশাহ্‌নামা 19:23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তুমি তোমার দূতদের দ্বারা প্রভুকে টিট্‌কারি দিয়ে বলেছ, ‘আমি আমার অনেক রথ নিয়ে পর্বতমালার উঁচু মাথায়, লেবাননের নিভৃত স্থানে আরোহণ করেছি; আমি তার দীর্ঘকায় এরস গাছ ও উৎকৃষ্ট সমস্ত দেবদারু কেটে ফেলব; তার প্রান্তভাগস্থ বাসস্থানে, উর্বর ক্ষেতের কাননে প্রবেশ করবো।

২ বাদশাহ্‌নামা 19

২ বাদশাহ্‌নামা 19:15-29