কিন্তু লোকেরা নীরব হয়ে থাকলো, তাঁর একটা কথারও জবাবে কিছু বললো না, কারণ বাদশাহ্র এই হুকুম ছিল যে, তাকে কোন জবাব দিও না।