২ বাদশাহ্‌নামা 18:21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

এখন দেখ, তুমি ঐ থেঁৎলা নলরূপ লাঠিতে, অর্থাৎ মিসরের উপরে নির্ভর করছো; কিন্তু কেউ যদি তার উপরে নির্ভর করে, সে তার হাতে ফুটে তা বিদ্ধ করে, যত লোক মিসরের বাদশাহ্‌ ফেরাউনের উপরে নির্ভর করে, সেই সবের পক্ষে সে তেমনই।

২ বাদশাহ্‌নামা 18

২ বাদশাহ্‌নামা 18:20-24