২ বাদশাহ্‌নামা 17:34 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তারা আজ পর্যন্ত আগের বিধান অনুসারে কাজ করছে; তারা প্রকৃতপক্ষে মাবুদের এবাদত করে না, স্ব স্ব বিধি ও অনুশাসন অনুসারে আচরণ করে না এবং মাবুদ যাঁর নাম ইসরাইল রেখেছিলেন, সেই ইয়াকুবের সন্তানদের দেওয়া তাঁর ব্যবস্থা ও হুকুম অনুসারেও চলে না।

২ বাদশাহ্‌নামা 17

২ বাদশাহ্‌নামা 17:27-41