২ বাদশাহ্‌নামা 17:1-2 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. এহুদার বাদশাহ্‌ আহসের বারো বছরের রাজত্বের সময় এলার পুত্র হোসিয়া সামেরিয়াতে ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করেন এবং নয় বছরকাল রাজত্ব করেন।

2. তিনি মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা-ই করতেন বটে, কিন্তু তাঁর আগে ইসরাইলের যে বাদশাহ্‌রা ছিলেন তাঁদের মত নয়।

২ বাদশাহ্‌নামা 17