আর আসেরিয়ার বাদশাহ্ তাঁর কথা শুনলেন; আসেরিয়ার বাদশাহ্ দামেস্কের বিরুদ্ধে গিয়ে তা অধিকার করলেন, সেখানকার লোকদের বন্দী করে কীরে নিয়ে গেলেন এবং রৎসীনকে হত্যা করলেন।