সেই সময় অরামের বাদশাহ্ রৎসীন এবং রমলিয়ের পুত্র ইসরাইলের বাদশাহ্ পেকহ যুদ্ধ করার জন্য জেরুশালেমে যাত্রা করে আহসকে অবরোধ করলেন, কিন্তু তাঁকে যুদ্ধে পরাজিত করতে পারলেন না।