আর তারা বিশ্রামবারের জন্য বাড়ির মধ্যে যে চন্দ্রাতপ এবং বাদশাহ্র প্রবেশের জন্য যে বহির্দ্বার নির্মাণ করা হয়েছিল, তা তিনি আসেরিয়ার বাদশাহ্র ভয়ে মাবুদের গৃহের অন্য স্থানে রাখলেন।