আর মাবুদের সম্মুখস্থ যে ব্রোঞ্জের কোরবানগাহ্, তা গৃহের সম্মুখ থেকে অর্থাৎ তাঁর কোরবানগাহ্র ও মাবুদের গৃহের মধ্যস্থান থেকে সরিয়ে তাঁর কোরবানগাহ্র উত্তর দিকে স্থাপন করলেন।