তাতে ঊরিয় ইমাম একটি কোরবানগাহ্ তৈরি করলেন; বাদশাহ্ আহস দামেস্ক থেকে যা কিছু পাঠিয়েছিলেন, ইমাম ঊরিয় দামেস্ক থেকে বাদশাহ্ আহসের আগমনের আগেই সেই অনুসারে সকল কিছুই করলেন।