1. ইসরাইলের বাদশাহ্ ইয়ারাবিমের সাতাশ বছরে এহুদার বাদশাহ্ অমৎসিয়ের পুত্র অসরিয় রাজত্ব করতে আরম্ভ করেন।
2. তিনি ষোল বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করে জেরুশালেমে বাহান্ন বছর রাজত্ব করেন; তাঁর মায়ের নাম যিথলিয়া, তিনি জেরুশালেম-নিবাসীনী।
3. অসরিয় তাঁর পিতা অমৎসিয়ের মতই মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য, তা-ই করতেন।
4. তবুও সমস্ত উচ্চস্থলী উচ্ছিন্ন হল না, তখনও লোকেরা উচ্চস্থলীতে কোরবানী করতো ও ধূপ জ্বালাত।
5. পরে মাবুদ বাদশাহ্কে আঘাত করলেন, তাতে তিনি মরণ দিন পর্যন্ত কুষ্ঠরোগী হয়ে রইলেন ও স্বতন্ত্র বাড়িতে বাস করলেন; আর বাদশাহ্র পুত্র যোথম বাড়ির মালিক হয়ে দেশ শাসন করতে লাগলেন।