অতএব ইসরাইলের বাদশাহ্ যিহোয়াশ যুদ্ধযাত্রা করলেন এবং এহুদার অধিকারস্থ বৈৎশেমশে তিনি ও এহুদার বাদশাহ্ অমৎসিয় পরস্পর মুখ দেখাদেখি করলেন।