২ বাদশাহ্‌নামা 12:7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তাতে বাদশাহ্‌ যিহোয়াশ ইমাম যিহোয়াদা ও অন্য ইমামদেরকে ডেকে বললেন, তোমরা গৃহের ভাঙ্গা স্থানগুলো কেন মেরামত করছো না? অতএব এখন তোমরা পরিচিত লোকদের কাছ থেকে আর টাকা নিও না, কিন্তু তা গৃহের ভাঙ্গা স্থান সারাবার জন্য দিও।

২ বাদশাহ্‌নামা 12

২ বাদশাহ্‌নামা 12:1-17