২ বাদশাহ্‌নামা 10:34-36 কিতাবুল মোকাদ্দস (BACIB)

34. যেহূর অবশিষ্ট কাজের বৃত্তান্ত, সমস্ত কাজের বিবরণ ও তাঁর সমস্ত বিক্রমের কথা কি ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে কি লেখা নেই?

35. পরে যেহূ তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন, আর সামেরিয়াতে তাঁকে দাফন করা হল; পরে তাঁর পুত্র যিহোয়াহস তাঁর পদে বাদশাহ্‌ হলেন।

36. যেহূ আটাশ বছর সামেরিয়াতে ইসরাইলের উপরে রাজত্ব করেছিলেন।

২ বাদশাহ্‌নামা 10