২ বাদশাহ্‌নামা 10:24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

আর ওরা পশু কোরবানী ও পোড়ান-কোরবানী করতে ভিতরে গেল। এই দিকে যেহূ আশী জনকে বাইরে রেখে বলেছিলেন, ঐ যে লোকদেরকে আমি তোমাদের হাতে তুলে দিলাম, ওদের এক জনও যদি পালিয়ে বাঁচে, তবে যে তাকে ছেড়ে দেবে ওর প্রাণের জন্য তার প্রাণ যাবে।

২ বাদশাহ্‌নামা 10

২ বাদশাহ্‌নামা 10:23-33