২ বাদশাহ্‌নামা 1:9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

পরে বাদশাহ্‌ পঞ্চাশ জন সেনার সঙ্গে এক জন পঞ্চাশপতিকে তাঁর কাছে পাঠিয়ে দিলেন; তখন সে তাঁর কাছে গেল; আর, দেখ, ইলিয়াস পর্বতের চূড়ায় বসেছিলেন। সে তাঁকে বললো, হে আল্লাহ্‌র লোক, বাদশাহ্‌ বলেছেন, তুমি নেমে এসো।

২ বাদশাহ্‌নামা 1

২ বাদশাহ্‌নামা 1:5-11