কিন্তু মাবুদের ফেরেশতা তিশ্বীয় ইলিয়াসকে বললেন, উঠ, সামেরিয়ার বাদশাহ্র দূতদের সঙ্গে সাক্ষাৎ কর, আর তাদেরকে বল, ইসরাইলের মধ্যে কি আল্লাহ্ নেই যে, তোমরা ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছ?