ইলিয়াস জবাবে তাদেরকে বললেন, যদি আমি আল্লাহ্র লোক হই, তবে আসমান থেকে আগুন নেমে তোমাকে ও তোমার পঞ্চাশ জন লোককে গ্রাস করুক। তখন আসমান থেকে আল্লাহ্র আগুন নেমে তাকে ও তার পঞ্চাশ জন লোককে গ্রাস করলো।