২ পিতর 2:21-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. কেননা ধার্মিকতার পথ জানার পর তাদের যে পবিত্র হুকুম দেওয়া হয়েছে তা থেকে সরে যাওয়ার চেয়ে বরং সেই পথ অজ্ঞাত থাকা তাদের পক্ষে আরও ভাল ছিল।

22. তাদের সম্পর্কে এই প্রবাদ এই সত্য বলে প্রমাণিত হল,“কুকুর তার বমির দিকে ফেরে,”আর শূকরকে ধোয়ানো হলেওসে কাদায় গড়াগড়ি দেয়।

২ পিতর 2