পরে তীরন্দাজেরা বাদশাহ্ ইউসিয়াকে তীর মারল; তখন বাদশাহ্ তাঁর লোকদেরকে বললেন, আমাকে নিয়ে যাও, কেননা আমি গুরুতর আহত হয়েছি।