২ খান্দাননামা 34:9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

আর তাঁরা হিল্কিয় মহা-ইমামের কাছে উপস্থিত হলেন এবং আল্লাহ্‌র গৃহে আনা সমস্ত টাকা, যা দ্বারপাল লেবীয়েরা মানশা, আফরাহীম ও ইসরাইলের সমস্ত অবশিষ্টাংশের কাছ থেকে এবং সমস্ত এহুদা ও বিন্‌ইয়ামীনের কাছ থেকে আর জেরুশালেম-নিবাসীদের কাছ থেকে সংগ্রহ করেছিল, সেসব টাকা দিলেন।

২ খান্দাননামা 34

২ খান্দাননামা 34:7-15