আর তিনি সমস্ত কোরবানগাহ্ ভেঙে ফেললেন এবং সমস্ত আশেরা-মূর্তি ও খোদাই-করা সমস্ত মূর্তি চূর্ণ করলেন, ইসরাইল দেশের সর্বত্র সমস্ত ধূপগাহ্ কেটে ফেললেন, পরে জেরুশালেমে ফিরে আসলেন।