আর জেরুশালেম ও বিন্-ইয়ামীনের যত লোক উপস্থিত ছিল, তাদের সকলকে তিনি অঙ্গীকার করালেন। তাতে জেরুশালেম-নিবাসীরা আল্লাহ্র, তাদের পূর্বপুরুষদের আল্লাহ্র, নিয়মানুসারে কাজ করতে লাগল।