13. আর তারা ভারবাহকদের নেতা, আর কাজ চালাবার জন্য সমস্ত রকমের সেবাকর্মকারীদের উপরে নিযুক্ত ছিল এবং লেবীয়দের মধ্যে কেউ কেউ লেখক, কর্মকর্তা ও দ্বারপাল ছিল।
14. তারা যখন মাবুদের গৃহে আনা সকল রূপা বের করলো, তখন ইমাম হিল্কিয় মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের শরীয়ত-কিতাবখানি পেলেন।
15. পরে হিল্কিয় শাফন লেখককে বললেন, আমি মাবুদের গৃহে শরীয়ত-কিতাবখানি পেয়েছি; পরে হিল্কিয় শাফনকে সেই কিতাব দিলেন।
16. আর শাফন সেই কিতাব বাদশাহ্র কাছে নিয়ে গিয়ে এই নিবেদন করলেন, আপনার গোলামদের প্রতি হুকুম করা সমস্ত কাজ করা যাচ্ছে;
17. তাঁরা মাবুদের গৃহে পাওয়া সমস্ত টাকা একত্র করে তত্ত্বাবধায়ক ও কর্মকারীদের হাতে দিয়েছেন।
18. পরে শাফন লেখক বাদশাহ্কে এই কথা জানালেন, হিল্কিয় ইমাম আমাকে একখানি কিতাব দিয়েছেন; আর শাফন বাদশাহ্র সাক্ষাতে তা পাঠ করতে লাগলেন।
19. তখন বাদশাহ্ শরীয়তের সমস্ত কালাম শুনে তাঁর কাপড় ছিঁড়লেন।