মানশার অবশিষ্ট কাজের বৃত্তান্ত, তাঁর আল্লাহ্র কাছে তাঁর মুনাজাত এবং যে দর্শকেরা ইসরাইলের আল্লাহ্ মাবুদের নামে তাঁর সঙ্গে কথা বলতেন, তাঁদের কথা, দেখ ইসরাইলের বাদশাহ্দের কার্যবিবরণের মধ্যে লেখা আছে।