এজন্য মাবুদ তাঁদের বিরুদ্ধে আসেরিয়ার বাদশাহ্র সেনাপতিদেরকে নিয়ে আসলেন; আর তারা মানশাকে হাতকড়া দিয়ে তাঁকে শিকল দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেল।