আর আল্লাহ্র হাত এহুদার উপরও ছিল, ফলত তিনি তাদেরকে এক চিত্ত দিয়ে মাবুদের কালাম অনুসারে বাদশাহ্র ও কর্মকর্তাদের হুকুম পালন করতে প্রবৃত্ত করলেন।