২ খান্দাননামা 27:5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

আর তিনি অম্মোনীয়দের বাদশাহ্‌র সঙ্গে যুদ্ধ করে তাদেরকে জয় করলেন; তাতে অম্মোনীয়রা সেই বছরে তাঁকে এক শত তালন্ত রূপা, দশ হাজার কোর গম ও দশ হাজার (কোর) যব দিল; এবং দ্বিতীয় ও তৃতীয় বছরের অম্মোনীয়রা তাঁকে একই পরিমাণ দিল।

২ খান্দাননামা 27

২ খান্দাননামা 27:1-8