২ খান্দাননামা 24:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. যোয়াশ সাত বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং জেরুশালেমে চল্লিশ বছর রাজত্ব করেন; তাঁর মায়ের নাম সিবিয়া, তিনি বের্‌-শেবা-নিবাসিনী।

2. যিহোয়াদা ইমামের সমস্ত জীবনকালে যোয়াশ মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য, তা-ই করতেন।

3. যিহোয়াদা তাঁর দু’টি বিয়ে দিলেন; আর তিনি পুত্র কন্যার জন্ম দিলেন।

4. এর পরে মাবুদের গৃহ সংস্কার করাতে যোয়াশের মনোরথ হল।

২ খান্দাননামা 24