কিন্তু যিহোরামের কাছে আসাতে আল্লাহ্ থেকে অহসিয়ের নিপাত ঘটলো; কেননা তিনি যখন আসলেন, তখন যিহোরামের সঙ্গে তিনি নিম্শির পুত্র যেহূর বিরুদ্ধে বের হলেন, যাঁকে আল্লাহ্ আহাব-কুলের উচ্ছেদ করার জন্য অভিষেক করেছিলেন।