২ খান্দাননামা 18:31 কিতাবুল মোকাদ্দস (BACIB)

পরে রথের সেনাপতিরা যিহোশাফটকে দেখে উনিই অবশ্য ইসরাইলের বাদশাহ্‌, এই কথা বলে তাঁর সঙ্গে যুদ্ধ করার জন্য ঘুরে আসলেন; তখন যিহোশাফট চেঁচিয়ে উঠলেন, আর মাবুদ তাঁর সাহায্য করলেন এবং আল্লাহ্‌ তাঁর কাছ থেকে তাঁদেরকে যেতে প্রবৃত্তি দিলেন।

২ খান্দাননামা 18

২ খান্দাননামা 18:25-32