২ খান্দাননামা 11:2-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. কিন্তু আল্লাহ্‌র লোক শমরিয়ের কাছে মাবুদের এই কালাম নাজেল হল,

3. তুমি সোলায়মানের পুত্র এহুদার বাদশাহ্‌ রহবিয়াম এবং এহুদা ও বিন্‌ইয়ামীন নিবাসী সমস্ত ইসরাইলকে বল, মাবুদ এই কথা বলেন,

4. তোমরা যাত্রা করো না, তোমাদের ভাইদের সঙ্গে যুদ্ধ করো না; প্রত্যেকে নিজস্ব বাড়িতে ফিরে যাও, কেননা এই ঘটনা আমা থেকে হল। অতএব তারা মাবুদের কালাম মেনে ইয়ারাবিমের বিরুদ্ধে যাত্রা না করে ফিরে গেল।

5. পরে রহবিয়াম জেরুশালেমে বাস করে দেশ রক্ষার জন্য এহুদা দেশস্থ সমস্ত নগর নির্মাণ করলেন।

6. কারণ বেথেলহেম, ঐটম, তকোয়,

২ খান্দাননামা 11