2. কিন্তু আল্লাহ্র লোক শমরিয়ের কাছে মাবুদের এই কালাম নাজেল হল,
3. তুমি সোলায়মানের পুত্র এহুদার বাদশাহ্ রহবিয়াম এবং এহুদা ও বিন্ইয়ামীন নিবাসী সমস্ত ইসরাইলকে বল, মাবুদ এই কথা বলেন,
4. তোমরা যাত্রা করো না, তোমাদের ভাইদের সঙ্গে যুদ্ধ করো না; প্রত্যেকে নিজস্ব বাড়িতে ফিরে যাও, কেননা এই ঘটনা আমা থেকে হল। অতএব তারা মাবুদের কালাম মেনে ইয়ারাবিমের বিরুদ্ধে যাত্রা না করে ফিরে গেল।
5. পরে রহবিয়াম জেরুশালেমে বাস করে দেশ রক্ষার জন্য এহুদা দেশস্থ সমস্ত নগর নির্মাণ করলেন।
6. কারণ বেথেলহেম, ঐটম, তকোয়,
7. বৈৎ-সুর, সেখো, অদুল্লম,
8. গাৎ, মারেশা, সীফ,
9. অদোরয়িম, লাখীশ, অসেকা,
10. সরা, অয়ালোন ও হেবরন,
11. এই যেসব প্রাচীরবেষ্টিত নগর এহুদা ও বিন্ইয়ামীন দেশে আছে, তিনি এসব নির্মাণ করলেন। আর তিনি দুর্গগুলো দৃঢ় করে তার মধ্যে সেনাপতিদেরকে রাখলেন এবং খাদ্য দ্রব্য, তেল ও আঙ্গুর-রসের ভাণ্ডার করলেন।
12. আর প্রত্যেক নগরে ঢাল ও বর্শা রাখলেন ও সমস্ত নগর অতিশয় দৃঢ় করলেন। আর এহুদা ও বিন্ইয়ামীন তাঁর অধীনে ছিল।
13. সমস্ত ইসরাইলের মধ্যে যে ইমাম ও লেবীয়রা ছিল, তারা যার যার সমস্ত অঞ্চল থেকে তাঁর কাছে উপস্থিত হল।