আমার ভয় হচ্ছে, আমি পুনর্বার আসলে আমার আল্লাহ্ তোমাদের সম্মুখে আমাকে নত করেন এবং যারা পূর্বে গুনাহ্ করেছে কিন্তু তাদের নিজেদের কৃত সেই নাপাক কাজ, জেনা ও লমপটতার বিষয়ে অনুতাপ করে নি, আর এমন অনেক লোকের জন্য আমাকে মাতম করতে হয়।