আর বনি-ইসরাইলরা শামুয়েলকে বললো, আমাদের আল্লাহ্ মাবুদ ফিলিস্তিনীদের হাত থেকে যেন আমাদের নিস্তার করেন, এজন্য আপনি তাঁর কাছে আমাদের জন্য ফরিয়াদ জানাতে বিরত হবেন না।