তাতে তারা মিস্পাতে একত্র হয়ে পানি তুলে মাবুদের সম্মুখে ঢাললো এবং সেই দিন রোজা করে সেখানে বললো, আমরা মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছি। আর শামুয়েল মিস্পাতে বনি-ইসরাইলদের বিচার করতে লাগলেন।