13. পরে দাউদ অন্য পারে গিয়ে দূরে পর্বতের চূড়ায় দাঁড়ালেন; তাঁদের মধ্যে অনেকটা স্থান ব্যবধান ছিল।
14. তখন দাউদ লোকদের ও নেরের পুত্র অব্নেরকে ডেকে বললেন, হে অব্নের, তুমি জবাব দেবে না? তখন অব্নের জবাবে বললেন, বাদশাহ্র কাছে চেঁচাচ্ছ তুমি কে?
15. দাউদ অব্নেরকে বললেন, তুমি কি পুরুষ নও? আর ইসরাইলের মধ্যে তোমার মত কে আছে? তবে তুমি তোমার মালিক বাদশাহ্কে কেন সাবধানে রাখলে না? দেখ, তোমার মালিক বাদশাহ্কে বিনষ্ট করতে লোকদের মধ্যে এক জন গিয়েছিল।