১ শামুয়েল 24:19-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. মানুষ তাঁর দুশমনকে পেলে কি তাকে মঙ্গলের পথে ছেড়ে দেয়? আজ তুমি আমার প্রতি যা করলে, তার প্রতিশোধে মাবুদ তোমার মঙ্গল করুন।

20. এখন দেখ, আমি জানি, তুমি অবশ্যই বাদশাহ্‌ হবে, আর ইসরাইলের রাজ্য তোমার হাতে অটুট থাকবে।

21. অতএব এখন মাবুদের নামে আমার কাছে কসম কর যে, তুমি আমার পরে আমার বংশ উচ্ছিন্ন করবে না ও আমার পিতৃকুল থেকে আমার নাম লোপ করবে না।

22. তখন দাউদ তালুতের কাছে কসম করলেন। পরে তালুত বাড়ি চলে গেলেন, কিন্তু দাউদ ও তাঁর লোকেরা সুরক্ষিত স্থানে উঠে গেলেন।

১ শামুয়েল 24