পরে তিনি তাঁদের মোয়াবের বাদশাহ্র কাছে রাখলেন; আর যতদিন দাউদ সেই অজ্ঞাত স্থানে থাকলেন, ততদিন তাঁরা ঐ বাদশাহ্র সঙ্গে বাস করলেন।